ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নতুন মুখ নিয়ে প্রিন্স রোমানের ‘খরগোশ নাকি লাভবার্ডস’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ০৬:২২ পিএম


loading/img
ছবি: কোলাজ

তরুণ নির্মাতা প্রিন্স রোমান পিকিউ। তার নির্দেশনায় কাজ করেছেন দেশের অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। এবার এ নির্মাতা তার রচনা, চিত্রনাট্যে নির্মাণ করেছেন একক নাটক ‘খরগোশ নাকি লাভবার্ডস’। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত সাদ নাওভি ও রিয়া মনি। 

বিজ্ঞাপন

22e0cdde-094a-4867-adba-b4db07ae0233

নির্মাতা প্রিন্স রোমান পিকিউ বলেন, আমি সবসময়ই নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করি, এখানে নির্মাতা হিসেবে নিজের একটা আত্মতৃপ্তির ব্যাপার থাকে। আমার কাজ গল্প বলা, নতুন, পুরণো, বহুল পরিচিত, কম পরিচিত সবাইকে নিয়েই গল্প বলতে চাই। তবে হ্যাঁ, নতুনদের মধ্যেও একটা ভাগ আছে, একভাগ শুধু ক্যামেরার সামনেই দাঁড়াতে চায় অর্থাৎ নির্মাতা, প্রযোজনা প্রতিষ্ঠান, সহশিল্পী, গল্প, চরিত্র কোনকিছুই আমলে নেয় না, আর একভাগ আছে যারা কোয়ালিটি প্রডাকশন এ আগ্রহী, ভালো নির্মাতা ভালো প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চায়। আমি মূলত নতুনদের নিয়ে কাজ করতে গেলে এই ব্যাপারগুলোই বিবেচনায় রাখি।

বিজ্ঞাপন

2ed09704-0d0f-4e6c-a77a-73366d36bb0b

ইতোমধ্যে দর্শক নাওভি ও রিয়া জুটিকে দারুণভাবে গ্রহণ করেছে! প্রকাশের ৩ দিনে নাটকটির মন্তব্যের ঘরে প্রায় ৮০০ এর অধিক কমেন্ট এসেছে, বেশিরভাগ দর্শক এই জুটিকে বারবার দেখতে চাইছেন বলে জানান নির্মাতা। 

নাটকটিতে আরও অভিনয় করেছে শওকত শোভন, আজম খান, ডিকন নুর, নওশিন দিশা, নুসরাত রাইসা, সামি রহমানসহ অনেকেই।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |